Apan Desh | আপন দেশ

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ২৮ মার্চ ২০২৫

খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

ছবি: আপন দেশ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি কর নিতে করে বাড়ি ফিরছে মানুষ। টাঙ্গাইলে মহাসড়কে গণপ‌রিবহ‌ন সংকটে চরম ভোগা‌ন্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁ‌কি নিয়ে অনেকেই খোলা ট্রাক ও পিকআপযোগে যেতে হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প‌রিবহনের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেকেই। গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা পরিবহন ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাচ্ছেন। মহাসড়কে বাসের চেয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলেই বেশি দেখা গেছে। এছাড়া বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

রকিব নামে এক যাত্রী বলেন, আমি বগুড়া যাবো। ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত আসলাম কোনো যানজট পাইনি। স্বস্তিতেই বাড়ি যাচ্ছি। মতিউর রহমান নামে আরেক যাত্রী বলেন, বাড়ি যেতে আমাদের বেশি টাকা গুনতে হচ্ছে। এলেঙ্গা পর্যন্ত ভালোভাবেই আসলাম। গাড়ি স্বাভাবিক গতিতেই চলতেছে। পরিবহন সংকটের জন্য অনেকেই ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন।

আরওপড়ুন<<>>বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারি

এলেঙ্গা বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা আমেনা বেগম বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলেও ভাড়া দ্বিগুণ চাচ্ছে। ভাড়া বেশি চাচ্ছে, এজন্য যাচ্ছি না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।

টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সাড়ে ৭শ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত। এছাড়া জেলা পুলিশের সব সদস্য তীব্র গরম উপেক্ষা করে পরিশ্রম করছেন।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, সড়কপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে। গত কয়েকদিনে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলেও যানজট দেখা যায়নি। মহাসড়কে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও র‍্যাবসহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়