Apan Desh | আপন দেশ

‘নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন’

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ২২:২৯, ২৮ মার্চ ২০২৫

‘নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন’

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন আগামীতে যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন। তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনসিপি রংপুর জেলা ও মহানগর এ ইফতার মাহফিলের আয়োজন করে।

আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই। ২৪ জুলাই কোনো অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত বিষয়।

গণহত্যার বিচার না হয় হলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী চক্র গুম, খুন, হত্যাসহ নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করে যাবে মন্তব্য করেন তিনি। এসপিরি সদস্যসচিব আরও বলেন, বাংলাদেশ মেরামত করতে অবশ্যই ২৪ এর জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

আরওপড়ুন<<>>স্টাফদের পকেটে ঈদ বোনাস, বেতন পাননি নারী ফুটবলাররা

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমানে সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এ সংবিধানের এক তৃতীয়াংশ আছে তা কেউ সংশোধন করতে পারবে না। এ সংবিধানে রাষ্ট্রের যে তিনটি উপাদান রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ হয়েছে।

বাংলাদেশ দেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে মন্তব্য করে আখতার হোসেন বলেন, নতুন সংবিধান পেতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে নির্বাচন হবে সেই নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, সাকিব মাহদী, সদস্য আব্দুল মুনাইম, রফিকুল ইসলাম কনক প্রমুখ বক্তব্য দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়