Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার বিচার না হলে আবারও সুযোগ গ্রহণ করবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ২৮ মার্চ ২০২৫

‘শেখ হাসিনার বিচার না হলে আবারও সুযোগ গ্রহণ করবে’

ছবি: আপন দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি-দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা আবারও সুযোগ গ্রহণ করবে।

তিনি বলেন, আরেকবার সুযোগ গ্রহণ করতে পারলে শেখ হাসিনা আগের চেয়ে বেশি অত্যাচার করবে। এজন্য আমাদেরক সজাগ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব।

জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে তা আপনারা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে। আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও উনার এখনো যথেস্ট মনোবল ও সাহস আছে।

আরওপড়ুন<<>>‘নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন’

তিনি বলেন, আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে। যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ও সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তার প্রমুখ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়