Apan Desh | আপন দেশ

বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১৩:০১, ২৯ মার্চ ২০২৫

বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

ছবি: আপন দেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত এবং মো. নাদিম।

আরওপড়ুন<<>>যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করেছে পুলিশ।

পাথরঘাটা থানার ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়