Apan Desh | আপন দেশ

জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১২:৪৫, ২৯ মার্চ ২০২৫

জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

ছবি: আপন দেশ

রাজবাড়ীতে জামিনে মু‌ক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা গোলাপের পাপড়ি মেশানো দুধ দি‌য়ে গোসল করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সামাজিক যোগা‌যোগমাধ্যমে দুধ দি‌য়ে গোসল করার ৫১ সে‌কে‌ন্ডের এক‌টি ভি‌ডিও ভেসে বেড়াতে দেখা যায়।

ভি‌ডিও‌তে দেখা যায়, রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ‌কে বাল‌তি থে‌কে মগ দি‌য়ে গোলাপের পাপ‌ড়ি মেশা‌নো দুধ দিয়ে গোসল করাচ্ছেন এক নারী।

আরওপড়ুন<<>>নতুন বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্রমুক্ত: প্রধান উপদেষ্টা

জানা‌ গেছে, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দ মো‌ড়ে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগা‌রে যান সাইফুল ইসলাম। এরপর বুধবার (২৬ মার্চ) জা‌মি‌নে মু‌ক্তি পান তিনি।

এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম এরশাদ ব‌লেন, মিথ্যা ও হয়রা‌নিমূলক মামলায় আমাকে গ্রেফতার ক‌রে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছিল। ২৬ মার্চ জা‌মিন পাওয়ায় বাড়িতে এসে দুধ দি‌য়ে গোসল ক‌রে‌ছি। বঙ্গবন্ধুর আদ‌র্শে আমরা রাজনী‌তি ক‌রে‌ছি। এসব মিথ্যা ও হয়রা‌নিমূলক মামলায় কেউ বিভ্রান্ত হ‌বেন না। আমা‌দের জয় হ‌বেই ইনশাল্লাহ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়