
প্রতীকী ছবি
দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইছাদুল শিকদার (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ ) ভোররাতে নড়াইলের কালিয়া থানা পুলিশ ওই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ মার্চ) রাতে ওই ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
আরওপড়ুন<<>>বাবার মরদেহ রেখে সন্তানদের সম্পত্তি ভাগভাগি, ১৬ ঘণ্টা পর দাফন
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি দোকান থেকে ডিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ইছাদুল শিকদার ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর বাবা শুক্রবার রাতে কালিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
পরে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে শহিদুল সিকদারের ছেলে অভিযুক্ত কিশোর ইছাদুল শিকদারকে গ্রেফতার করে পুলিশ।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।