Apan Desh | আপন দেশ

কুমিল্লায় উপদেষ্টার কথায় প্রশাসন ওঠা-বসা করছে: রিজভী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১৯:২৯, ২৯ মার্চ ২০২৫

কুমিল্লায় উপদেষ্টার কথায় প্রশাসন ওঠা-বসা করছে: রিজভী

ছবি: আপন দেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লার একজন শক্তিশালী উপদেষ্টার কথায় সেখানকার এসপি ও ওসিরা ওঠা-বসা করছে।প্রশাসন বিএনপি নেতাদের ফোন ধরছে না। পাশাপাশি ঈদের আগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের গ্রেফতার করছে। এ সরকার দাবি করছে নিরপেক্ষ, অথচ তাদের নির্দেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।

রিজভী আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। সরকার একবার বলছে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলছে মার্চে, আবার কখনো জুনে হবে—এভাবে ভিন্ন ভিন্ন তারিখ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কেন তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসিনা সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত। তারা একাত্তরে অপরাধ করেছে। এখন তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, যেন ৭১ সালের স্মৃতিকে ভুলিয়ে দেয়া যায়। যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাওয়ার কথা বলছে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কার নির্দেশে গণপরিষদ চাচ্ছে, এটাই প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনও দেশের ক্ষেত্রে। কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জিত হয়েছে ১৯৭১ সালে।

আরও পড়ুন>>>জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন: ডিএসসিসি প্রশাসক

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের বিচার আমরাও চাই। কিন্তু সে বিচার করতে কত কয় বছর লাগবে? এক থেকে দেড় বছরেই তো বিচার করা সম্ভব। কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের অর্থায়নে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্যসচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক ও সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মণ্ডল প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সহসভাপদি ডা. জাহিদুল কবির ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়