
সংগৃহীত ছবি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদজামাত শেষে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন। এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখায় পৃথক পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
রোববার (৩০ মার্চ ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত এ ঈদের জামাত হয়।
এ ঈদ জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। স্থানীয় শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) এতে অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে।
সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন এবং তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্যাপন হচ্ছে বলে জানান মুসল্লিরা।
ঈদের জামাতের ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, আমরা শুধু সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়। বিশ্ব মুসলমানদের সঙ্গে ঈদ করেছি। ইজমার ভিত্তিতে আজ (৩০ মার্চ) শাওয়াল মাসের এক তারিখ। ঈদ এক তারিখেই করতে হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।