Apan Desh | আপন দেশ

সৌদির সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে ঈদ জামাত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ৩০ মার্চ ২০২৫

সৌদির সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে ঈদ জামাত

ছবি: আপন দেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ জামাত আদায় করেছেন মুসল্লিরা। পৃথক জামাতে সহস্রাধিক মুসল্লি এ নামাজে অংশ নিয়েছেন। 

রোববার (৩০ মার্চ) সকালে রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, চর রাজীবপুরের রাজীবপুর সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া, চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া, ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রাম, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের নারী ইউপি সদস্য আলেয়া খাতুন জানান, দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখছেন। ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করে আসছেন গয়টাপাড়ার বাসিন্দারা। এর ধারাবাহিকতায় আজও ওই গ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন<<>> টাঙ্গাইলের ৪০ পরিবার আজ ঈদ উদযাপন

চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া গ্রামের স্থানীয় ঈমাম আবু সাঈদ জানান,  সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনান্যবারের মতো এবারও নারী পুরুষ মিলে প্রায় চার শত মুছল্লী নামাজে অংশ গ্রহন করেছে।

চিলমারী উপজেলার ঢুসমারা থানার এসআই নিরঞ্জন বলেন, সকালে নটারকান্দি হাজীপাড়া গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়