Apan Desh | আপন দেশ

বাসের ধাক্কায় অটোর চারযাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ৩০ মার্চ ২০২৫

বাসের ধাক্কায় অটোর চারযাত্রী নিহত

প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর বোনসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের দুর্ঘটনা এগুলো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫)। একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

ইনচার্জ মো. শফিক উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারী-সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে ওয়ার্ডে ভর্তি করার পরেই আরও একজন মারা যায়। বাকি দুইজন গুরুতর।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়