
ছবি: সংগৃহীত
গাজীপুর ও ময়মনসিংহের দুই জেলায় আট পরিবারে ঈদের আনন্দ ম্লান। নাড়ির টানে ফিরার কথা ছিলে জীবন্ত কিন্তু ফিরলো তাদের মরদেহ। এর মধে গাজীপুরে চারজন আর ময়মনসিংহে দুই সহোদর বোনসহ চারজন রয়েছেন।
রোববার (৩০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্টো পথে আসছিল। বেপরোয়া গতির তাকওয়া (মিনি) পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৌছায়। এসময় ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোটি দুমড়ে মুচড়ে গেলে স্বামী-স্ত্রী, তাদের দুই সন্তান এবং চালকসহ ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যায়।
নিহত দম্পতির চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর নিহত দম্পতির দুই সন্তানকে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহত দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। অপরদিকে, গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান- একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়।
ময়মনসিংহ:
জেলার গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর বোনসহ চারজন নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫)। একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।
ইনচার্জ মো. শফিক উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাহেব কাচারী-সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে ওয়ার্ডে ভর্তি করার পরেই আরও একজন মারা যায়। বাকি দুইজন গুরুতর।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।