Apan Desh | আপন দেশ

জয়বাংলা স্লোগান ইস্যুতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে আহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪০, ১ এপ্রিল ২০২৫

জয়বাংলা স্লোগান ইস্যুতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে আহত ২

সংগৃহীত ছবি

জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর চিনি বটতলার ঘটনা এটি। এ ঘটনায় বিএনপির ২ কর্মী আহত হয়েছে।  

জয় বাংলা স্লোগান দেয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেন। এ সময় বিএনপি ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে আওয়ামী লীগের সমর্থকরা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া দেয়। তারা ইটপাটকেল নিক্ষেপসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে বিএনপির ২ কর্মী আহত হয়।

লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, ‘জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়