
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (0১ এপ্রিল) সকালে কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের ঘটনা এটি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এ সময় কাজে বাধা দেয় তার চাচাতো ভাই গাউস ফকির। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও গুরুতর আহত কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে ঘের কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।