
ছবি: আপন দেশ
সাতক্ষীরা জেলার আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে এসব গ্রামের মৎস্য ঘের ও ফসলি জমি। কিছু কিছু বাড়ি ঘরেও পানি উঠতে শুরু করেছে। কিন্তু বাধ সংস্কারের কেকানো উদ্য্যোগ নেই। ফলে ওইএলাকার বসবাসকারীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করেছেন। সোমবার (৩১ মার্চ) এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধটি বাধার চেষ্টা করে ব্যর্থ হয়।
সোমবার সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় দেড়’শ ফুট বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এরফলে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়া ও মীর্জাপুরের নিম্নাঞ্চলে অবস্থিত মৎস্য ঘের ও ফসলি জমি ভেসে যায়।
ভেড়িবাঁধ মেরামতের বিষয় জানতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
বাধ দেয়ার অগ্রগতি বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃঞ্চা রায় বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছে। জোয়ার ভাটার অবস্থা অনুযায়ী বাধ নির্মাণের কার্যক্রম করবে পানি উন্নয়ন বোর্ড।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।