Apan Desh | আপন দেশ

দীর্ঘ দেড়যুগ মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল: রুমা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৫, ২ এপ্রিল ২০২৫

দীর্ঘ দেড়যুগ মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল: রুমা

ছবি: আপন দেশ

দীর্ঘ দেড়যুগ মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচারী সরকারের দানবীয় শাসক আনন্দ করতে দেয়নি। বিএনপির লোকজনকে দিনে বাইরে বের হতে দেয়নি। রাতে ঘুমাতে দেয়নি। জুলাই আগষ্ট আন্দোলনে ফ্যাসিবাদি সে সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এসব কথা বলেছেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নেত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা করছেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেন তাদের পাতা ফাঁদে পা না দেই।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার আগশুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরিফা সুলতানা রুমা আরও বলেন, আমরা এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। নানাভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের জন্য মানুষের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর গৃহবন্দি ছিলেন। বিদেশের মাটিতে বসে তারেক রহমান এখনও দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দারিদ্রতা, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না। দু'বেলা দু'মুঠো খেতে চাই। শান্তিতে ঘুমাতে চাই।

সাবেক এ ছাত্রদল নেত্রী বলেন, বি়ভিন্ন ইস্যুতে একটি পক্ষ বিএনপিকে বারবার হেয় করার জন্য চেষ্টা করছে। অথচ খতিয়ে দেখা গেছে সেসব কাজের পেছনে ফ্যাসিস্ট সরকারের দোসররা জড়িত। এ সরকারকেও হেয় করতে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে। বিএনপি সরকারের পাশে থেকে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করছে। সরকারের কাছে আমাদের দাবি, একটু সুষ্ঠ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব দেন। তাহলে এদেশের মানুষ সারাজীবন আপনাদের মনে রাখবে। 

হরিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুন নাঈম জুঁই, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরীফ, নাসির প্রামাণিক, লতিফ প্রামাণিক, জিলাল সরদার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিল বিভিন্নরকম খেলাধুলা, নাচ, গান। পরে পুরস্কার বিতরণ করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়