Apan Desh | আপন দেশ

মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ৩ এপ্রিল ২০২৫

মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

ছবি : আপন দেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে দুই জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। বুধবার (২ এপ্রিল) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের কামাল শেখের ছেলে মহন্নেত শেখ এবং মাহিন্দ্রা যাত্রী গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ।

পুলিশ জানায়, টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া স্ট্যান্ড থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া পৌরসভা গামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র এমদাদুল হক ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মহন্নেত শেখ ও মাহিন্দ্রার যাত্রী মারুফ শেখ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মাহিন্দ্রার ৬ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, মোটরসাইকেলেযোগে মারুফ তার এক বন্ধুকে নিয়ে পাড়ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি আরো জানান, মোটরসাইকেল চালক মহন্নেত শেখ ও মাহিন্দ্রার যাত্রী মারুফ শেখ ঘটনাস্থলেই নিহত হয়। মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়