Apan Desh | আপন দেশ

মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৫২, ৩ এপ্রিল ২০২৫

মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

কমিউটার ট্রেন মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন জ্বলছে

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষনিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন বলেন, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়