Apan Desh | আপন দেশ

জমজ বোনকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ৩ এপ্রিল ২০২৫

জমজ বোনকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

ছবি : আপন দেশ

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।

এর আগে, বুধবার (২ এপ্রিল)নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে খেলছিল। এসময় তাদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে ফুসলিয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সঙ্গেও একই কাজ করেছিল ফরিদ।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরও জানান, ঘটনা শুনার পর পুলিশ গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়