Apan Desh | আপন দেশ

তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৯, ৪ এপ্রিল ২০২৫

তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো.সুজন মাহমুদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতের গুরুত্বর আহত করা হয়েছে। ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মো.কামরুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে (২৬) স্থানীয়রা মারধর করে পুলিশে হস্তান্তর করেন।

আহত সুজন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের মো.খান সাহেবের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। অভিযুক্ত রিমন সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক।

আরওপড়ুন<<>>তামিমের সর্বশেষ অবস্থা জানালেন আকরাম খান  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে সুজনকে ডেকে নেয় রিমনসহ তিন যুবক। সেখানে পূর্বশক্রতার জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিমন ও তার সহযোগিরা সুজনকে গলায়, বুকে ও হাতের বাহুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সুজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে।

ওসি কামরুল ইসলাম আরও জানান,এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে এখনও ছুরিকাঘাতের কারণ জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়