Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ৪ এপ্রিল ২০২৫

ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটি বহনকারীর ড্রাম ট্রাকের চাপায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনসার কমান্ডার উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

আরওপড়ুন<<>>১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসে আনসার সদস্য শফিউল্লাহ। আজ ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারীর ড্রাম ট্রাক তাকে চাপা দিলে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়