
ছবি: আপন দেশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় মুসল্লিদের বাধায় একটি নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। পরে সেটি বাতিল করা হয়।
আয়োজক রানীগঞ্জ উদয়ন সংঘ জানিয়েছে, ওই নাটকের মঞ্চায়নের জন্য মাস খানেক ধরে অনুশীলন চলেছে। ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল। এটি ছিল ৫২তম আসর।
নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন জানান, বুধবার (০২ এপ্রিল) রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হক, মসজিদের সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে তাদের নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথা বলেন। এরপর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যান।
আরওপড়ুন<<>>সবজি-মুরগির দাম কমলেও পেঁয়াজের দাম বাড়তি
তিনি আরও বলেন, ‘আপন দুলাল’ একটি গীতিনাট্য। এটি নারী চরিত্রবর্জিত একটি নাটক। এতে নারীর কোনো অভিনয় নেই। পরিশীলিত নাটক। অথচ এ নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা। এতদিনের প্রস্তুতি, শ্রম, উদ্যোগ সব ভেস্তে গেলো।
রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হক বলেন, সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সে নাটক অনুষ্ঠান করেননি। এখানে এককভাবে কেউ নিষেধ করেনি। স্থানীয় মুসল্লি ও সর্বজন শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন।
মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে। আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। শুধু রানীগঞ্জ নয়, পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনও কোনো নাটক অনুষ্ঠিত হতে দেয়া হবে না। এ সিদ্ধান্ত তাদের জানিয়ে দেয়া হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক বলেন, নাটক আয়োজক কিংবা বাধা প্রদানকারী কোনো পক্ষই থানায় এ বিষয়ে কিছু জানায়নি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।