Apan Desh | আপন দেশ

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৩২, ৪ এপ্রিল ২০২৫

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস

রংপুরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। এ কথা বলেছেন, এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৪ দুপুরে) রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

এনসিপির এ নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। এমন চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত। জাতীয় নাগরিক পার্টি এক মাস হয়েছে আত্মপ্রকাশ করেছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেয়া যায়।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলো যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে ২৪ এর জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

আরওপড়ুন<<>>নায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীর থানায় জিডি 

তিনি আরও বলেন, বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

রংপুরের বাজেটে প্রশ্নে সাংবাদিকদের এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক বলেন, বিগত ১৬ বছরে যত ধরনের বাজেট, সুযোগ-সুবিধা ছিল অঞ্চলভিত্তিক, দক্ষিণ অঞ্চলে সব সময় অগ্রাধিকার পেলেও উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহবায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিত রহমত আলীসহ আরও অনেক।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়