
ছবি: আপন দেশ
বিএনপি-আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জামালপুরের ইসলামপুরে চলছিল মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনী। অভিযোগ পেয়ে যৌথবাহিনী আসরে অভিযান চালায়। তিন নারীসহ ৩৮ জনকে আটক করে। এসময় পালিয়ে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) ও বৃহস্পতিবার উপজেলার হাড়গিলা বেড়িবাঁধ ডুবা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
জানাগেছে, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে হাড়গিলা বেড়িবাঁধ এলাকায় ঈদ আনন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিলেন স্থানীয় নোয়ার পাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ পলাশ, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক লিটন ঢালী। এছাড়াও স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতারা জড়িত। গত মঙ্গলবার (০১ এপ্রিল) দিবাগত রাতে যৌথ বাহিনী ওই এলাকার জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৩৮ জনকে আটক করে।
অভিযানের সময় জুয়ার আসর থেকে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন। এরমধ্যে চাঁন মিয়া (৫০) এবং জাহাঙ্গীর আলম (৩৭) নামে দুজনের মরদেহ হাড়গিলা বেড়িবাঁধ ডুবা থেকে উদ্ধার করে ডুবুরি দল।
স্থানীয়রা জানান, মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল। ছত্রছায়ায় ছিলেন বিএনপির সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। এলাকাজুড়ে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নেতারা জানান, এর আগেও তাদের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল অবৈধ বালু উত্তোলনসহ সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা-বাণিজ্যের অভিযোগ রয়েছে। দলীয় ভাবমূর্তি পুনরুদ্ধারে অপকর্মে জড়িত এ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এবিষয়ে অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।