
ছবি : আপন দেশ
বগুড়ার শেরপুরে ‘মিনি জাফলং’ খ্যাত বাঙালী নদীতে ডুবে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাদাত (১৩)। শুক্রবার (৪ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালী নদীতে মিনি জাফলং নামে ভাইরাল হওয়া স্থানে আত্মীয়স্বজনের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমী ল্যাব স্কুল এণ্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ইকবাল হোসেনের একমাত্র সন্তান এবং শেরপুর শহরের জগন্নাথপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
শেরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি।
প্রসঙ্গত, নদী খননের ফলে ব্রিজের নিচে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর জমে যায়। যাকে স্থানীয়ভাবে ‘মিনি জাফলং’ বা ‘গরীবের জাফলং’ নাম দেয়া হয়। সেইসঙ্গে ঈদের এক সপ্তাহ আগে ছবি ও ভিডিও ধারণ করে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন স্থানীয় দুই যুবক।
এতে মাত্র দুই দিনেই আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে ভাইরাল হয়ে যায় স্থানটি। পরবর্তীতে ঈদের দিন থেকে এ স্থানটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।