Apan Desh | আপন দেশ

মিম হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ৫ এপ্রিল ২০২৫

মিম হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (০৫ এপ্রিল) সকালে র‌্যাব-৫ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানাধীন শেকেরচক পাঁচানী মাঠ এলাকার মোবারকের দুই ছেলে শাকিল (২১) ও রবিন (২৭) এবং একই এলাকার শুকুরের ছেলে শুভ (২৪)।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এজাহারে উল্লেখিত ১৩ জন আসামিসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি পরিকল্পিতভাবে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে দলবদ্ধ হয়ে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা, চাকু নিয়ে ভুক্তভোগী যুবক মীমকে ঘটনাস্থলে পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

আরওপড়ুন<<>>চিকিৎসার অভাবে মারা গেলেন গুলিবিদ্ধ হৃদয়

পরে অভিযুক্তরা মীমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, চাপাতি, রামদা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম, ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙে ফেলে।

পরে আসামিরা মীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি দল গত ২৭ মার্চ আসামি রুমনকে গ্রেফতার করে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়