Apan Desh | আপন দেশ

 ঐতিহ্যবাহী অষ্টমির স্নানে লাখো ভক্তের ঢল

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৭:৪৮, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:০২, ৫ এপ্রিল ২০২৫

 ঐতিহ্যবাহী অষ্টমির স্নানে লাখো ভক্তের ঢল

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে প্রায় লাখো ভক্তের সমাগম ঘটেছে।

শ‌নিবার (০৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি।

প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে।

স্নানকে ঘি‌রে উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজার সহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। সড়ক পথে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটো ও মোটরগাড়ি করে। নদী পথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পূণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে।

আরওপড়ুন<<>>রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীরের

স্নান করতে আসা সুজন মোহন্ত ও অমিত বলেন, গত বছরও এসেছিলাম, এবারও অষ্টমির স্নান করতে এসেছি। শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার লোকজনের সমাগম বেশি।

লালমনিরহাটের বড়বাড়ী এলাকা থেকে আসা মৌসুমি রানী বলেন, পরিবারের সঙ্গে স্নানে এসেছি। পাপ মোচনের আশায় এসেছি আজকের এ স্নানে। নতুন বছর যেন আমার মনের আশা পূরণ হয়। ভগবান সবাইকে যেন ভালো রাখে এ কামনা করি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সে স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়।

এছাড়া বিশুদ্ধ পানীর জন্য নলকুপ স্থাপন, কাপড় বদলানোর জন্য শতাধিক তাবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়