Apan Desh | আপন দেশ

ড. ইউনূস-মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:১৯, ৫ এপ্রিল ২০২৫

ড. ইউনূস-মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি। 

তিনি বলেন, দুই দেশের সরকার প্রধানের আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।

শ‌নিবার (০-৫ এপ্রিল) বি‌কে‌লে ভোলায় নিজ বাসভব‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন পার্থ।

বিজেপি চেয়ারম্যান ব‌লে‌ন, অন্তর্বর্তীকা‌লীন সরকার জনগ‌ণের ভো‌টের সরকার না হ‌লেও এটি জনগ‌ণের সরকার। এ সরকার যাতে ব্যর্থ না হয়, সেজন্য আমরা সবাই এ সরকার‌কে সহ‌যোগীতা কর‌ছি।

আরওপড়ুন<<>>বৃহত্তর স্বার্থে রাজনীতিকদের এক টেবিলে বসা জরুরি: এ্যানী 

নির্বাচন প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, প্রধান উপ‌দেষ্টা ব‌লে‌ছেন ডি‌সেম্বর থে‌কে জু‌নের ম‌ধ্যেই নির্বাচন হ‌বে। ত‌বে আমি বিশ্বাস ক‌রি ডি‌সেম্ব‌রের ম‌ধ্যেই নির্বাচন হ‌বে। এক্ষেত্রে প্রা‌য়োজনীয় সংস্কারগু‌লো হ‌বে। আর যেগু‌লো হ‌বে না, সেগু‌লো নির্বা‌চিত সরকার কর‌বেন।

তিনি আরও বলেন, এ সরকার কি কি সংস্কার কর‌বে সেগু‌লো এখনও নি‌শ্চিত হয়‌নি। সংস্কা‌রের ওপর আগ‌ামী‌তে অনেক কিছুই নির্ভর ক‌রবে। নির্বাচ‌নে জন্য বিজেপিকে গোছা‌নো প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পার্থ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়