Apan Desh | আপন দেশ

পরকীয়ায় বাধা, স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:০৫, ৫ এপ্রিল ২০২৫

পরকীয়ায় বাধা, স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী মো. মনিরুজ্জামানের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এদিন সকালে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী।

আটককৃতরা হলেন, মনিরুজ্জামানের স্ত্রী বিনা ওরফে ছোঁয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোঁয়াকে মনিরুজ্জামান। চাকরির সুবাদে তিনি বাইরে থাকতেন। এ সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে গত ২ ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান।

আরওপড়ুন<<>>ঐতিহ্যবাহী অষ্টমির স্নানে লাখো ভক্তের ঢল

সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান স্ত্রী ছোঁয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শুক্রবার সকালে অভিযোগ করার পর বিকেলেই স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার দুই মাস পর অভিযোগ কেন, জানতে চাইলে ওসি জানান, ভুক্তভোগী আমাদের জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই শুক্রবার সকালে অভিযোগ করতে এসেছেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়