
প্রতীকী ছবি
সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাই খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই।
শনিবার (০৫ এপ্রিল) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘাতক ছোট ভাই আশরাফসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে ঘাতক আশরাফ হোসেন ও সোহরাব হোসেন এবং সোহরাবের স্ত্রী সাইমা খাতুন।
নিহত মোশাররফ হোসেন (৪০) অভিযুক্ত আশরাফ ও সেহারাবের আপন মেঝ ভাই। এছাড়া গুরুতর আহত আবুল হোসেন (৫০) তাদের বড় ভাই। আহত আবুল হোসেন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরওপড়ুন<<>>পরকীয়ায় বাধা, স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে আশারাফ ও সোহরাবের সঙ্গে মেঝ ভাই মোশারফের তুমুল বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেনকে আঘাত করে। এ সময় তাকে রক্ষায় বড় ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে মেঝ ভাই মোশাররফ হোসেন মারা যান।
এদিকে, আহত বড় ভাই আবুল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত আশরাফসহ ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।