
ছবি : আপন দেশ
পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। রোববার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। রোববার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায় এবং রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।