
ছবি: আপন দেশ
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ ও অসদাচরণের অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইরে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। এর আগে থানার একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছিল সিঙ্গাইর থানা পুলিশ।
রোববার (৬ এপ্রিল) গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সিঙ্গাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামিকে ছাড়াতে থানায় আসেন যুবদলের দুই নেতা। তারা থানায় প্রবেশ করে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ শুরু করেন। গালিগালাজও করেন তারা।
আরও পড়ুন>>>জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
ওসি জে ও এম তৌফিক আজম বলেন, ওই দুই যুবক মদ্যপ অবস্থায় থানায় এসেছিলেন। পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তাদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষায় মদ্যপ থাকার প্রমাণ পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন—সিঙ্গাইর পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫), পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন জানান, বিষয়টি তিনি জেনেছেন। দলের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সংগঠনবিরোধী ও দেশের প্রচলিত আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে সংগঠনের কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।