
ছবি: আপন দেশ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (০৬ এপ্রিল) টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা আব্দুস ছালাম পিন্টুর গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আমরা বুঝতে পারছি, আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন। বিএনপি এ সংস্কারের কথা আগেই বলেছে। এখন যারা সংস্কারের কথা বলেন, তাদের উচিত নির্বাচন পথে আসা। আপনারা যে কৌশল ব্যবহার করছেন তা স্পষ্ট। সংস্কার করতে চাইলে কেবল নির্বাচনে আসুন।
বিএনপি নেতা আব্দুস ছালাম পিন্টু বলেন, উনারা আমাকে ১৭ বছর বিনা কারণে কারাবন্দী রেখেছিল। আল্লাহর রহমতে আজ গোপালপুরের মাটিতে ফিরলাম।
তিনি বলেন, আমার পাশ থেকে নিজামী ও গোলাম আযমকে ফাঁসি দেয়া হয়েছে। সাইদীকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। আমাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।