
ছবি: আপন দেশ
গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের শহীদ চত্ত্বরে এ বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পাবনা জেলা স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে তারা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, গাজায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে থেমে থেমে হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে অসংখ্য মুসলিমকে হত্যা করেছে ইসরায়েল। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। বক্তারা বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান ইসরায়েলের এ বর্বরতা বন্ধ করতে একতাবদ্ধ হওয়ার জন্য।
এসময় বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান তুলে শহীদ চত্ত্বরের পাশে লতিফ টাওয়ারের বাটা শো-রুমে জুতা ও ঢিল নিক্ষেপ করেন। উত্তেজনা বৃদ্ধি পেলে ছাত্রনেতারা বিক্ষুব্ধদের শান্ত করেন। কর্মসূচির শেষ পর্যায়ে ফিলিস্তিনের মুক্তি ও গাজাবাসীর জন্য দোয়া কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।