
রহুল আমীন মিলন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। তাকে চেক প্রতারণার মামলায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (০৭ এপ্রিল) দুপুরে জামালপুরের যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক নিস্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপি নেতা রুহুল আমীন মিলন ২০২৩ সালের প্রথম দিকে শহিদুল্লাহ শহীদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিন মাসের শর্তে দুই লাখ টাকা ঋণ নেন। তবে নির্ধারিত সময় শেষে ঋণ ফেরত না দিয়ে তিনি জামালপুর কৃষি ব্যাংক শাখার চেক বই থেকে ২ লাখ টাকার একটি চেক দেন শহীদকে।
চেকটি ২০২৩ সালের ১২ জুলাই ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানান, রুহুল আমীনের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই। এরপর প্রতারিত শহিদুল্লাহ শহীদ ২০২৩ সালের ২২ আগস্ট আদালতে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার শুনানিতে বাদীপক্ষ বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করে অভিযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আদালত দণ্ডপ্রাপ্তকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।