Apan Desh | আপন দেশ

বাটা শোরুমে ভাঙচুর-লুটপাট, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ৮ এপ্রিল ২০২৫

বাটা শোরুমে ভাঙচুর-লুটপাট, গ্রেফতার ৪

ছবি : আপন দেশ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষ। এ সময় পূর্ব পূর্বপরিকল্পিত ভাবে স্থানীয় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় সুযোগ সন্ধানীরা। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) গাজীপুরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।

গ্রেফতারকৃতরা হলেন, সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানী ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট চালায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত সিয়াম , শিমুল আহমেদ, শাহীন ও জয়নালকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের সনাক্ত ও তাদের গ্রেফতার চেষ্টা চলামান আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ৬ দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই