
মো. রুবেল হাওলাদার।
পিরোজপুরের নেছারাবাদে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা মো. রুবেল হাওলাদার। দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপিরও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সোমবার (০৭ এপ্রিল) উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুবেলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে রুবেল হাওলাদারকে ছাত্রদলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে আদালতে মামলাও হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন বলেন, রুবেলের বিরুদ্ধে একাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রতিবেদন এসেছে। বিষয়টি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তদন্ত করে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতারাও একমত পোষণ করেছেন। তারা বলেন, এ ধরনের অপরাধ মেনে নেয়া যায় না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।