
ফিলিস্তিনির ওপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার পাবনায় বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।
পাবনায় ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলের বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন মুসলিম বিশ্ব মেনে নেবে না। তারা ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করেন।
এ সময় বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।