
ছবি: আপন দেশ
নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সফরকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও ভোটার নিবন্ধন কেন্দ্র ঘুরে দেখেন।
বুধবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী রায়পুরা উপজেলা পরিষদে পৌঁছান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার ভোটার হালনাগাদ প্রক্রিয়ার অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময়ের পর তিনি উপজেলা পরিষদ গণমিলনায়তনে স্থাপিত ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। নিবন্ধন কেন্দ্রে এসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন ও কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় নির্বাচন কমিশনার বলেন, ভোটার হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নিখুঁত ভোটার তালিকা অত্যন্ত জরুরি। তাই নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক হালনাগাদ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন—উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. রাসেল মিয়া প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।