Apan Desh | আপন দেশ

চাকরির লোভ দেখিয়ে যুবককে ধর্ষণ, প্রতিশোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ১০ এপ্রিল ২০২৫

চাকরির লোভ দেখিয়ে যুবককে ধর্ষণ, প্রতিশোধে হত্যা

প্রতীকী ছবি

চাকরি দেয়ার প্রলোভনে বাসায় ডেকে এক যুবককে ধর্ষণ করেন আল আমীন (৩৫)। পরে ক্ষোভে তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন ভুক্তভোগী। ঘটনার পর পালিয়ে গেলেও পিবিআই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

বুধবার (৯ এপ্রিল) আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায়। 

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, নিহত আল আমীন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ফকিরপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি গাজীপুরে পাঁচ বছর ধরে ভাড়া বাসায় থেকে পান-সিগারেট বিক্রি করতেন।

গত শনিবার আল আমীন ভাড়া বাসায় নিয়ে আসেন এক যুবককে। যাকে তিনি চাকরি দেয়ার আশ্বাস দিয়েছিলেন। রাতে তারা একই ঘরে ঘুমান। গভীর রাতে আল আমীন ওই যুবককে ধর্ষণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে যুবক আল আমীনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পরে পাশের কক্ষে লাশ রেখে পালিয়ে যান।

আরও পড়ুন>>>সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নার আগাম জামিন

পরদিন ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মা আকলিমা আক্তার বাসন থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তভার পায় পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার শ্রীপুর উপজেলার শৈলাট গ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পিবিআই।

মঙ্গলবার রাতেই তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়