Apan Desh | আপন দেশ

বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩১, ১০ এপ্রিল ২০২৫

বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

প্রতীকী ছবি

পটুয়াখালী জেলার বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মমিনপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে মোস্তফা আকন গং ও কুদ্দুস বয়াতি গংয়ের মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে বাজারের ইজারাদার কুদ্দুস বয়াতি। আগামী বছরের জন্য যুবদল নেতা মো. রুবেল তার কাছ থেকে সাব-ইজারা নিয়েছেন নুর মোহাম্মদ আকন। ১লা বৈশাখ থেকে টোল আদায়ের দায়িত্ব নিতে যাচ্ছিলেন তিনি।

এদিকে বুধবার সন্ধ্যায় নুর মোহাম্মদ আকন মমিনপুর বাজারে গেলে কুদ্দুস বয়াতি তাকে ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে ও বাজার থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এরপর নুর মোহাম্মদ আকনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে এসে মহড়া দিলে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে কুদ্দুস বয়াতি (৫৫) ও তার ভাই রেজাউল বয়াতি (৪৫) গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদ মুন্সি বলেন, কুদ্দুস বয়াতি গং নুর মোহাম্মদ আকনকে ইজারা ছেড়ে দিতে হুমকি দিচ্ছিলেন। কিন্তু তিনি রাজী না হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, হাট ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়