Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৬, ১১ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ।

গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর ও জেলা শাখা।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে সাতক্ষীরার খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর ছিলেন। এ স্লোগান আজ বিশ্বের নানা প্রান্তে ধ্বনিত হচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন শহর শিবিরের সভাপতি আল মামুন। তিনি বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত স্থাপন করছে। তারা শিশু, নারী ও নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো চুপ।

তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ইসরায়েলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশে আড়িপাতার প্রযুক্তি আনা হয়েছে। এসব চুক্তি অবিলম্বে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন>>>ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোরআন-হাদিসে কী আছে?

তিনি সরকারের প্রতি আহবান জানান, গাজায় গণহত্যা বন্ধে যেন ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে।

জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন বলেন, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত। বর্বর ইসরায়েল মুসলমানদের অবৈধভাবে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সমাবেশে আরও বক্তব্য দেন শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান ও শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম।

বক্তারা বলেন, ওআইসি ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব। এ ধরনের প্রতিষ্ঠান অপ্রয়োজনীয়। গাজায় হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ছাত্রশিবির।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়