
নিহত কৃষকদল নেতা রাকিব মোল্লা
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রাকিব মোল্লা (৩৫) নামে স্থানীয় কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারনা এলাকায় আধিপত্য বিস্তার, ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত রাকিব মোল্লা গাজীপুর সিটি কর্পোরেশনের দাক্ষিণখান এলাকার বাসিন্দা ইসমাইল মোল্লার ছেলে। তিনি সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহবায়ক ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।
গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাকিবকে দাক্ষিণখানের শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এলাকায় আধিপত্য এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহবায়ক আতাউর রহমান জানিয়েছেন, রাকিব মোল্লা সংগঠনটির প্রস্তাবিত যুগ্ম আহবায়ক ছিলেন এবং আসন্ন কমিটিতে সভাপতি প্রার্থী হিসেবে বিবেচনায় ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।