
ছবি : আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইট ও রাজশাহী মহানগরের অক্ট্রয় মোড় এলাকায় জনবহুল ও যানজটপূর্ণ এলাকা। সেখানে প্রায়ই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাপ্রবণ সেসব স্থানে ট্রাফিক সিগনাল স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সরদার জহুরুল ইসলামের উদ্যোগে এ সিগনাল স্থাপন করা হয়।
এ বিষয়ে ছাত্রদলের এ নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাগলা গেইট ও অক্ট্রয় মোড়ে নিয়মিত দূর্ঘটনা ঘটছে। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা সিদ্ধান্ত নেয় সচেতনতা বৃষ্টিতে আমাদের কিছু একটা করা উচিত তবেই দূর্ঘটনা কমানো সম্ভব। সে চিন্তা থেকেই শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ ট্রাফিক সিগনাল স্থাপন করেছি আমরা। ছাত্রদল সবসময় জনকল্যাণমুখী কাজে নিয়জিত ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট এনামুল হক বলেন ছাত্রদলের এ কাজটি একটি মহৎ উদ্দ্যোগ। আজ কাজলায় ও অক্ট্রয়মোড়ে ছাত্রদল যে ফলকটা স্থাপন করলো, এতে অনেক দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমি এ কাজের উদ্যেক্তা সরদার জহুরুলকে ধন্যবাদ জানাচ্ছি।
সিগনাল বোর্ড স্থাপনকালে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।