Apan Desh | আপন দেশ

ছাত্রীদের শয়নকক্ষে সিসি ক‍্যামেরা, মাদরাসা বন্ধ ঘোষণা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:১৫, ১২ এপ্রিল ২০২৫

ছাত্রীদের শয়নকক্ষে সিসি ক‍্যামেরা, মাদরাসা বন্ধ ঘোষণা

ফাইল ছবি।

যশোরের শার্শায় ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা পাওয়া সেই কওমি মাদরাসাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের নেতাদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউএনও কাজী নাজিব হাসান বলেন, আজকের মধ্যে ১০০ থেকে ১৫০ জন ছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বিষয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড সিদ্ধান্ত নেবে।

আরওপড়ুন<<>>জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি ছাড়লেন তিন নেতা

বৈঠকে ওই মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ইউএনও বলেন, বোর্ড নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, দেশের কোনো নারী কওমি মাদরাসায় আর সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, যশোরের পুলিশ সুপারের কাছে এক অভিভাবকের অভিযোগের পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) ওই মাদরাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৬টি সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়