
ছবি : আপন দেশ
মৌলভীবাজারের বড়লেখায় মাসুম আহমদ হাসান নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছে পুলিশ। আসামীকে পুলিশের কাছ থেকে স্বজন ও স্থানীয়রা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, গ্রেফতারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেফতারের জন্য বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
শনিবার রাত সাড়ে ১১টায় বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে থানার এসআই মাসুদ পারভেজ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেফতারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এসময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক নয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।