Apan Desh | আপন দেশ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৭, ১৩ এপ্রিল ২০২৫

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাই রেল সড়কের সালনায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, আজ আনুমানিক দুপুর আড়াইটার কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরওপড়ুন<<>>আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়