Apan Desh | আপন দেশ

মঞ্চ ভাঙচুর: চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২২:৪১, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:০৩, ১৩ এপ্রিল ২০২৫

মঞ্চ ভাঙচুর: চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

ছবি: আপন দেশ

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এর ফলে ডিসি হিলে বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠানমালা না করার ঘোষণা দিয়েছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’।

রোববার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চত করেন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন। তিনি বলেন, মঞ্চ ভাঙচুর করার পর আমরা আয়োজকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান না করার।

সুচরিত দাশ খোকন আরও বলেন, আমরা প্রোগ্রাম করব না। হামলা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এছাড়া অনুষ্ঠান না করার সিদ্ধান্তও অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) জানিয়ে দিয়েছি।

তিনি বলেন, সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলাম। এর মধ্যে সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।

এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল জনতা।

আরওপড়ুন<<>>পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

চট্টগ্রাম কোতয়ালি থানার ওসি মো. আবদুল করিম জানান, আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

তবে ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের ডিসি হিলে গত ৪৬ বছর ধরে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ বাংলা নববর্ষ বরণ ও বর্ষ বিদায় উপলক্ষ্যে অনুষ্ঠান করে আসছে। এবার ৪৭ বারের মত বর্ষবরণ অনুষ্ঠানের জন্য গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে তারা আবেদন করে।

কিন্তু আয়োজকদের সঙ্গে প্রশাসনের সভায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি ঝুলিয়ে রাখা হয়। এতে আয়োজকরা অনুষ্ঠান করা নিয়ে অনিশ্চয়তায় পড়ে যান। পরে ১০ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজক কমিটির সঙ্গে বৈঠকে ডিসি হিলে সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেয়া হয়। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়