Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে সমকামী শিক্ষককে পুনর্বহাল, প্রতিবাদী শিক্ষার্খীদের ওপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:০০, ১৪ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামে সমকামী শিক্ষককে পুনর্বহাল, প্রতিবাদী শিক্ষার্খীদের ওপর হামলা

ছবি: আপন দেশ

সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  হারুন-অর-রশিদ মিলনকে ‘স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাকে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের ‘ভাড়াটিয়া বাহিনী ’ বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। 

রোববার (১৩ এপ্রিল) সকালে শহরের খেজুরের তল মোড় ও কলেজ মোড়ে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ এ নিয়ে তারা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মৎস্য অফিসার। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম কুদরত-এ-খুদা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

২০২৪ সালের ২৫ আগস্ট সমকামিতা ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের দাবি ও অনড় অবস্থানের মুখে অধ্যক্ষ মিলনকে স্থায়ী বরখাস্তের আদেশ দেন সাবেক জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সাইদুল আরীফ।

শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

এদিকে জেলা প্রশাসনে খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ মিলন বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলেন। আদালত বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে তাকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। এ খবর পাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবারও প্রতিবাদ শুরু করে। তারা অধ্যক্ষ মিলনকে পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। দাবি আদায়ে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া প্রতিষ্ঠানের স্কুল শাখার শিক্ষার্থী রায়হান হাবিব রনি বলেন, সমকামিতা ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ মিলন স্যারকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তাকে পুনর্বহাল করা হয়েছে। এর প্রতিবাদে আমাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে অধ্যক্ষের ভাড়া করা গুন্ডা বাহিনী হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নিতে বাধা দেয়া হয়েছে। তাদেরকে কলেজ ভবনে তালা আটকে রাখা হয়েছিল। পরে তালা ভেঙ্গে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক রাজ্য জ্যোতি বলেন, আমাদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অধ্যক্ষের ভাড়াটিয়া বাহিনী হামলা করে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বত্তরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। আমরা শিক্ষার্থীদের সেইভ করার চেষ্টা করেছি। পরে কলেজে গিয়ে দেখি পুলিশ প্রহরায় শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে আটকে রাখা হয়েছে। কলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে তাদেরকে বের হতে বাধা দেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তালা ভেঙ্গে বের হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসন চত্বরে পৌঁছায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম কুদরত-এ-খুদা বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ মিলনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) রাফায়েত বলেন, শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগষ্ট মাসে অধ্যক্ষ হারুন-অর-রশিদের বিরুদ্ধে সমকামিতা ও আর্থিক কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়াও এক কিশোরের সঙ্গে হারুন-অর-রশিদের একটি ‘আপত্তিকর’ ভিডিও কলের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি তোলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সার্বিক দিক বিবেচনায় হারুন-অর-রশিদকে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই