Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১৪ এপ্রিল ২০২৫

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আটক ১

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সোমবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সুধারাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির গোলাম হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। আটক ট্রাক চালক মো.রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।

আরওপড়ুন<<>>কুড়িগ্রামে সমকামী শিক্ষককে পুনর্বহাল, প্রতিবাদী শিক্ষার্খীদের ওপর হামলা

নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে যাত্রী ছাড়া মাইজদী টু চৌমুহনী সড়কের সুধারাম থানার একটু সামনে রাস্তার বাম পাশে অটোরিকশায় ছিলেন করিম। এ সময় তিনি ডান পাশে মোড় নিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গুরুত্বর আহত হন রেজাউল করিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ওসি মো.কামরুল ইসলাম বলেন, থানা থেকে ৫০ গজ সামনে সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করে।  মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়