Apan Desh | আপন দেশ

বরিশালে বসতঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ এপ্রিল ২০২৫

বরিশালে বসতঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

বরিশাল সদর উপজেলা থেকে রাহাত হাওলাদার (২৯) ও লামিয়া আক্তার (১৯) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাহাত হাওলাদার ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে।

আরওপড়ুন<<>>তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বসতঘরের দরজা বন্দ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা জানালা দিয়ে দিয়ে রাহাতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ও তার পায়ের কাছে খাটের ওপর তার স্ত্রী লামিয়ার মরদেহ দেখেন। এ সময় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়